অমর একুশে ফেব্ধসঢ়;রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার, ২১ ফেব্ধসঢ়;রুয়ারি ২০২৩ বেসিক ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান ব্যাংকের পরিচালকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বেসিক ব্যাংকের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. মোঃ আবদুল খালেক খান, শামীম আহম্মেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, আবু মোঃ মোফাজ্জেল ও মোঃ আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক এ.এস.এম রওশানুল হক, মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হকসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।