ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহকর্মীর সাক্ষাৎ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহবায়কের কক্ষে তাদেরকে ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
তিনি বলেন, অভিযুক্তদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
অভিযুক্তদের সাক্ষাৎকার শুনতে আহবায়কের কক্ষে উপস্থিত আছেন, কমিটির আহবায়ক আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম।