Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeজাতীয়মেট্রোরেলের এমআরটি পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনেও

মেট্রোরেলের এমআরটি পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনেও

ঢাকা: মেট্রোরেলের এমআরটি পাস দিয়েই ঢাকা নগর পরিবহনের বাসগুলোতেও চলাচল করা যাবে। এর ফলে কমবে জনভোগান্তি, শৃঙ্খলা আসবে গণপরিবহনে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আজ পর্যন্ত ৭ কোটি টাকার বেশি আয় করেছে নগর পরিবহন। দৈনন্দিন ৩০ হাজার যাত্রী নগর পরিবহনে চলাচল করেন। মাত্র তিনটি যাত্রাপথে এই আয় হচ্ছে, যাত্রাপথ বাড়লে আয় আরও বাড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments