বান্দরবানে বিভিন্ন সময়ে হারানো মোবাইল উদ্ধার করে তাদের মূল মালিকের হাতে মোবাইল ফিরিয়ে দিয়েছে বান্দরবান সদর থানা পুলিশ।
সদর থানার এক প্রেস বার্তায় জানানো হয়
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহীদুল ইসলাম এর নেতৃত্বে এবং সদর থানার অফিসারদের সার্বিক প্রচেষ্টায় বিভিন্ন সময়ে থানায় সাধারণ ডায়েরী মূলে হারিয়ে যাওয়া মোট ১১ টি মোবাইল গত জানুয়ারী মাসে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি তার মূল মালিকের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম। এ সময় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ এস,এম শহীদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের এ ধরনের দ্রুত সেবা প্রদানকে আইনশৃঙ্খলার উন্নতি বলে মনে করছেন সেবাগ্রহীতারা।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম শহীদুল ইসলাম জানান বিগত ৪ মাসে প্রায় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধারে সফল হয়েছে সদর থানা। মোবাইল ও মোটরসাইকেল চুরি সহ যাবতীয় সামাজিক অপরাধ কমানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে বান্দরবান সদর থানা।
বাড়তি ব্যাবস্থা হিসেবে প্রতিদিন রাত ১ টার পর হতে শহরে চলাচল কারী গাড়ি এবং বহিরাগত গাড়ির উপর বিশেষ নজর এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম আরো জোরদার করেছেন বলে জানিয়েছেন।তিনি বলেন এতে জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে,জনজীবনে সস্থি বজায় থাকবে।