Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedএকটি হারানো বিজ্ঞপ্তি

একটি হারানো বিজ্ঞপ্তি

জুয়েল নামের একটি প্রতিবন্ধী ছেলে হারিয়েছে।প্রতিবন্ধী জুয়েল গত ০৩/০২/২০২৩ইং তারিখ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় ১৬ নংশাকচর ইউনিয়নের কাদিরার গোজঁ থেকে হারিয়ে যায়। ছেলেটি শুধু তার মা ও বাবার নাম ছাড়া কোনো কিছুর কথা বলতে পারেনা।যদি কেউ জুয়েল নামের ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে তাকে কাদিরার গোজঁ পল্লী ডাক্তার কবির ফার্মেসীতে, অথবা মুন্সী আহাম্মদের বাড়ীতে পৌঁছে দেওয়া জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।হৃদয়ীমান ব্যক্তিকে উপযুক্ত সম্মান করা হবে।নিখোঁজ জুয়েল( ১৮),পিতা – আবদুর রহিম, মাতা- ফাতিমা বেগম, মুন্সী আহাম্মদের বাড়ী ১৬নং শাকচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাসিন্দা আবদুর রহিমের ছেলে জুয়েল।যদি কেউ নিখোঁজ ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে- এই নাম্বারে যোগাযোগ করুন,মোবাইল নম্বর – ০১৩১৬৫১২৮১৭. ০১৬০৮২৪১৮১৫.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments