Friday, February 7, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedলক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসী হেল্প ডেস্ক শুভ উদ্ভোধন।

লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসী হেল্প ডেস্ক শুভ উদ্ভোধন।

কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কমলনগরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রবাসী হেল্প ডেস্কটি এই প্রথম চালু করা হয় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে।এটুআই প্রকল্পের সহায়তায় সারাদেশের ১৬টি জেলায় ২০টি প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।একই সাথে গত বুধবার বিকেলে কমলনগর তোরাবগঞ্জ বাজারে নুর ছায়েরা মার্কেটের ডিজিটাল সেন্টারে ফিতা কেটে নতুন প্রবাসী হেল্প ডেস্কট এ সেবার শুভ উদ্বোধন করেন।শুভ উদ্ভোদন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান, চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার।
শুভ উদ্ভোধন অনুষ্ঠানে সঞ্চালনায় করেন  ইউপি সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী হেল্প ডেস্কটে সভাপতিত্ব করেন তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান (রাসেল)।শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও প্রবাসী হেল্প ডেস্কের পরিচালক ওমর ফারুক (সবুজ) সহ আরও অনেকে। প্রবাসী হেল্প ডেস্ক সেবার মাধ্যমে পাসপোর্টের আবেদন, ও ভিসার প্রসেসিং, বিমান টিকেট, ট্রাভেল ট্যাক্স, হোটেল বুকিং, মেডিকেল পরীক্ষার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন, কোভিট টেষ্ট সার্টিফিকেট, (বি, এম, ই, টি) নিবন্ধন, বিদেশে কর্মরত, মৃত ব্যক্তিদের প্রয়োজনী কাগজপত্র প্রসেসিং, ও হজ্ব নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন বক্তারা।শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য ও আলোচনার শেষে প্রবাসী হেল্প ডেস্কটের ফিতা কেটে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মির্জা আশ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments