টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ফেব্রয়ারী)প্রেস ক্লাব কার্যালয়ে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন । এর পরে নির্বাচিত কমিটি ঘোষনা করেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও ঘাটাইল প্রেসক্লাবের উপদেষ্টা,বিশিষ্ট লেখক গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার। এতে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমান সভাপতি এবং ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলো সহ-সভাপতি উত্তম কুমার আর্য্য (যায়যায়দিন), যুগ্ন-সম্পাদক আব্দুল লতিফ (এশিয়ান টেলিভিশন), অর্থ সম্পাদক মো: হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল), খাদেমুল ইসলাম মামুন (দৈনিক মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক মো:রকিবুল হাসান জসিম (দৈনিক বাংলাদেশের আলো) প্রচার সম্পাদক মোঃ আল আমীন রহমান (দৈনিক সময়ের আলো),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো:আল আমিন হোসেন বিপ্লব (দৈনিক ভোরের পাতা),সদস্য নটো কিশোর আদিত্য (দৈনিক প্রথম কথা), মো: নজরুল ইসলাম চান (দৈনিক যুগধারা),মাজহারুল ইসলাম শিহাব (সত্যানুসন্ধান),মো: শফিকুল ইসলাম( দৈনিক বাংলাদেশের খবর) ,বিধান চন্দ্র রায় (ভোরের ডাক),মো: সবুজ সরকার সরকার (দৈনিক প্রতিদিনের চিত্র) মো: খায়রুল ইসলাম (দৈনিক দেশতথ্য),সরোয়ার জাহান কলি (দৈনিক বিজনেজ বাংলাদেশ ),আবু মোহাম্মদ শোয়েব ডন (দৈনিক প্রথম বেলা),এসএম ইমরুল কায়েস রাজিব (ঘাটাইল ডটকম) মো: রফিকুল ইসলাম (দৈনিক সোনালী খবর),মো: জাহাঙ্গীর হোসেন (দৈনিক খোলা কাগজ) প্রমুখ।