Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedটাঙ্গাইলের ঘাটাইল পেসক্লাবের কমিটি গঠন সভাপতি খান ফজলু, সম্পাদক বাদল॥

টাঙ্গাইলের ঘাটাইল পেসক্লাবের কমিটি গঠন সভাপতি খান ফজলু, সম্পাদক বাদল॥

টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ফেব্রয়ারী)প্রেস ক্লাব কার্যালয়ে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন । এর পরে নির্বাচিত কমিটি ঘোষনা করেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও ঘাটাইল প্রেসক্লাবের উপদেষ্টা,বিশিষ্ট লেখক গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার। এতে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমান সভাপতি এবং ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলো  সহ-সভাপতি উত্তম কুমার আর্য্য (যায়যায়দিন), যুগ্ন-সম্পাদক আব্দুল লতিফ (এশিয়ান টেলিভিশন), অর্থ সম্পাদক মো: হেলাল তালুকদার  (দৈনিক আলোকিত সকাল), খাদেমুল ইসলাম মামুন  (দৈনিক মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক মো:রকিবুল হাসান জসিম (দৈনিক বাংলাদেশের আলো)  প্রচার সম্পাদক মোঃ আল আমীন রহমান (দৈনিক সময়ের আলো),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো:আল আমিন হোসেন বিপ্লব (দৈনিক ভোরের পাতা),সদস্য নটো কিশোর আদিত্য (দৈনিক প্রথম কথা), মো: নজরুল ইসলাম চান (দৈনিক যুগধারা),মাজহারুল  ইসলাম শিহাব (সত্যানুসন্ধান),মো: শফিকুল ইসলাম( দৈনিক বাংলাদেশের খবর) ,বিধান চন্দ্র রায় (ভোরের ডাক),মো: সবুজ সরকার সরকার (দৈনিক প্রতিদিনের চিত্র) মো: খায়রুল ইসলাম (দৈনিক দেশতথ্য),সরোয়ার জাহান কলি (দৈনিক বিজনেজ বাংলাদেশ ),আবু মোহাম্মদ শোয়েব ডন (দৈনিক প্রথম বেলা),এসএম ইমরুল কায়েস রাজিব (ঘাটাইল ডটকম) মো: রফিকুল ইসলাম (দৈনিক সোনালী খবর),মো: জাহাঙ্গীর হোসেন (দৈনিক খোলা কাগজ) প্রমুখ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments