বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগর কমিটির সমাবেশ রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান অ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান। জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হকের সঞ্চালনায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।
প্রত্যেক জেলা ও মহানগরের সাংগঠনিক কাজের পর্যালোচনার পাশাপাশি পার্টির গঠণতন্ত্রের ওপর বিশদ আলোচনা করা হয়।
ঐক্য-ইনসাফ-অধিকার মূলনীতির উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃত্বে সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশর সংবিধানকে সমুন্নত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।