সিনিয়র রিপোর্টার: মোহাম্মদ শফিকুল ইসলাম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত জয়নাল পটুয়াখালীর জেলার দুমকি উপজেলার চরবয়রা গ্রামে সোনামুদ্দিন খাঁর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। পাঁচ মেয়ের জনক ছিলেন তিনি।নিহতের মেয়ের জামাই আব্দুর রহমান জানান, তার শশুর জয়নাল আবেদীন ভ্যানে করে যাত্রাবাড়ী ধোলাইপার এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন। রাতে কাজ শেষে ভ্যান চালিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে কোনো দ্রুতগতির একটি যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে আজ মঙ্গলবার ভোর চারটায় মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই সালমান রহমান বলেন,দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জয়নাল আবেদীন। আশেপাশের কেউ ওই যানবাহন সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।