Friday, February 7, 2025
No menu items!
Google search engine
Homeদেশবগুড়ার ধুনটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত।

বগুড়ার ধুনটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় ভটভটির ধাক্কায় ইয়াহিয়া শেখ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক জিয়াউর রহমান জিয়া (২৮)। রোববার (২৫ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর-ধারঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া উপজেলার শ্যামগাতী গ্রামের ফজর আলীর ছেলে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রবিউল ইসলাম বালান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াহিয়া রবিবার সন্ধ্যার দিকে একই গ্রামের জিয়াউর রহমান জিয়ার মোটরসাইকেলের পিছনে চড়ে বাড়ি থেকে মথুরাপুর বাজারের দিকে রওনা হন। পিরহাটি তালতলা এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক জিয়া ও আরোহী ইয়াহিয়া আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ইয়াহিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া নেওয়ার পথে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় ইয়াহিয়া মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments