Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
Homeদেশপটুয়াখালীর দুমকিতে আ'লীগের আনন্দ মিছিল

পটুয়াখালীর দুমকিতে আ’লীগের আনন্দ মিছিল

মো.দেলোয়ার হোসেন, পটুয়াখালী  প্রতিনিধিঃ বাংলাদেশ আ’লীগের ২২তম সম্মেলনে দ্বিতীয় মেয়াদে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এড. আফজাল হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন দুমকি উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে তিন শতাধিক আ’লীগ, মহিলা আ’লীগ, যুব ও ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশ গ্রহনে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের উপস্থাপনায় আ’লীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শিকদার সমাপনি বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগের সহসভাপতি মজিবুর রহমান মাষ্টার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনুচ আলী মৃধা, হুমায়ুন কবির মৃধা, সহদপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, আ”লীগ নেতা সহিদুল ইসলাম হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম খান মাষ্টার, কৃষকলীগের সদস্যসচিব মোঃ জহিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্ট বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments