Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeদেশকলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক সাইফুল নিহত ॥

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক সাইফুল নিহত ॥

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশার কারনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামের এক পর্যটক নিহত হয়েছে। এসময় ওই মোটরসাইকেলের অরেক আরোহী অনুপ আহত হন। রবিবার রাত সাড়ে দশটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৩) বরিশাল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের হানিফ শরীফের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। স্থানীয় সূত্র, নিহতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার বিকেলে বরিশাল থেকে মোটরসাইকেলযোগে সাইফুলসহ চার বন্ধু কুয়াকাটায় ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে দুর্ঘটনাকবলিত এলাকায় ঘন কুয়াশায় সাইফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তবে সোমবার মরদেহ পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments