Friday, February 7, 2025
No menu items!
Google search engine
Homeদেশকুয়াকাটা সৈকতে বড়দিনের টানা ৩ দিনের সরকারী ছুটিতে পর্যটকে টইটুম্বুর ॥

কুয়াকাটা সৈকতে বড়দিনের টানা ৩ দিনের সরকারী ছুটিতে পর্যটকে টইটুম্বুর ॥

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সাপ্তাহিক ছুটি ও বড়দিনসহ সরকারী ৩ দিনের ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটায় আগমন ঘটেছে রেকর্ড সংখ্যক পর্যটকের। সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটায় হাজারো পর্যটকে মুখরিত সমুদ্র সৈকত। শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে আগমন ঘটে বিভিন্ন ধর্ম ও শ্রেনী-পেশার ভ্রমণ পিপাসুরা কেউ সাতার কাটছেন, কেউ ঘুরছেন ঘোড়ায় চরে, আবার কেউ সৈকতের সাউন্ড বক্স বাজিয়ে নাচে-গানে মেতে উঠেছেন, কেউ আবার সৈকতের বালু নিয়েখেলা করছেন,।সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন অপরূপ প্রাকৃতিক দৃশ্য। আগত পর্যটকরা এভাবেই সৈকতের বালিয়াড়িতে উন্মাদনায় মেতেছেন। সৈকতের জিরো পয়েন্ট থেকে শুুে করে পর্যটকদের সরব উপস্থিতি এখন চোখে পড়ার মতো শুটকী পল্লী, লেম্বুর চর, তিন নদীর মোহনা, ঝাউবন, লাল কাঁকড়া, গঙ্গামতি ও রাখাইন মার্কেট, রাখাইন তাঁতপল্লী, চর বিজয়, কুয়াকাটার কুয়াসহ পর্যটন স্পটগুলোতে ব্যস্ত সময় পাড় করছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরা। কুয়াকাটায়  আগত পর্যটকের এ ভীড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল ও রিসোর্ট। প্রানচাঞ্চল্যতা হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। কুয়াকাটা সৈকত সংলগ্ন ঝিনুক ও বাজার ব্যবসায়ী মো. ইউসুফ জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পর্যটকের আনাগোনা বাড়ে। তাই পর্যটকে ঠাসাঠাসি কুয়াকাট সৈকত। আমাদের বিক্রি আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আরেকজন চা-বিস্কুট বিক্রেতা শফিক মিয়া জানান, বড়দিনের টানা সরকারী ছুটিতে পর্যটকের সংখ্যা প্রচুর পরিমানে তাই বিক্রিও হচ্ছে অনেক ভালো। এভাবে থাকলে পিছনের ক্ষতিগুলো পোষানো যাবে। রাজশাহী থেকে আসা পর্যটক পিয়াল রহমান ও সাবিনা রহমান দম্পতি বলেন, কুয়াকাটায় প্রকৃতির সঙ্গে আমরা মিশে গেছি। অনেক আনন্দ উপভোগ করছি। তবে হোটেলের ভাড়াটা একটু বেশি মনে হয়েছে। যে হোটেলের রুম অন্য সময় ২,৫০০’ টাকায় পাওয়া যেতো, এখন সেই রুম ৪,০০০ টাকায় নিতে হচ্ছে। কুষ্টিয়া থেকে আসা আরেক পর্যটক সাইফুল গাজী জানায়, কয়েক বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। সৈকতের তীরে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করেছি। বেশ মজা লেগেছে। তবে একপিছ পরাটা কিনতে হয়েছে ১৫ টাকায়। এক প্লেট ভাতের দাম ২০ টাকা। খাবারের মূল্য মনে হচ্ছে আগের চাইতে  তিনগুন বেশি রাখা হচ্ছে। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল খালেক বলেন, বড় দিনসহ সরকারী ৩ দিনের টানা ছুটিতে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে নৌ-পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পর্যটকরা কুয়াকাটায় বেড়াতে এসে অযথা হয়রানি না হয়।

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments