রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে আবু সাঈদ সাকিব (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে জুনায়েদ (১১) নামের এক শিশু। শুক্রবার সন্ধ্যার পরে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের সিক্সলেন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে। সে আমতলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে আবু সাঈদ তার বেয়াই জুনায়েদকে নিয়ে কুয়াকাটা ভ্রমন শেষে নিজ বাড়িতে ফিরছিলো। এসময় সিক্সলেন এলাকায় পৌছলে সড়কের মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি মাইলপোষ্টের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাত্ক্ষনিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক আবু সাঈদকে মৃত ঘোষনা করে। জুনায়েদকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।