Friday, February 7, 2025
No menu items!
Google search engine
Homeজাতীয়৫ ডিএমপির কর্মকর্তা বদলি

৫ ডিএমপির কর্মকর্তা বদলি

বিশেষ প্রতিবেদক :

নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়। জানা গেছে, পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা। আরও জানা গেছে, ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম আবু ফরহাদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। অপর এক আদেশে লাইনারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে পিওএম-উত্তর বিভাগে। একই দিন পৃথক আরেক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল আলমকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে। এ ছাড়াও পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে ট্রাফিক-রমনা বিভাগে ও লাইনারের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments