পটুয়াখালী প্রতিনিধিঃ জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদের) নির্বাচন আজ (২১ ডিসেম্বর) বুধবার। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১৮জন। প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী ও যুগান্তর প্রতিনিধি মোঃ জাফর খান, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট সোহরাব হোসেন ও মোজাহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার জাকারিয়া হৃদয় ও বাংলাদেশ প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, যুগ্ম সাধারন সম্পাদক পদে আফরিন জাহান নিনা ও মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে আবুল হোসেন তালুকদার ও মোঃ আতিকুর রহমান, ৬টি সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থী ৮জন হচ্ছেন- শংকর লাল দাস, জাকির মাহমুদ সেলিম, আতিকুল আলম সেহেল, বিলাস দাস, মনির হোসেন বাদল, জালাল আহমেদ, মশিউর রহমান বাবলু ও মোঃ মোখলেছুর রহমান। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত নতুন বাজার সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের এ নির্বাচনে ৩২জন ভোটার সদস্য রয়েছে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসন কর্তৃক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে ভোট গ্রহন করবেন। তাকে সহযোগিতা করবেন সদর উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি।