Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
Homeদেশপটুয়াখালী প্রেসক্লাব'র নির্বাচন আজ, প্রতিদ্বন্দী প্রার্থী ১৮জন

পটুয়াখালী প্রেসক্লাব’র নির্বাচন আজ, প্রতিদ্বন্দী প্রার্থী ১৮জন

পটুয়াখালী প্রতিনিধিঃ জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদের) নির্বাচন আজ (২১ ডিসেম্বর) বুধবার। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১৮জন। প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী ও যুগান্তর প্রতিনিধি মোঃ জাফর খান, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট সোহরাব হোসেন ও মোজাহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার জাকারিয়া হৃদয় ও বাংলাদেশ প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, যুগ্ম সাধারন সম্পাদক পদে আফরিন জাহান নিনা ও মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে আবুল হোসেন তালুকদার ও মোঃ আতিকুর রহমান, ৬টি সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থী ৮জন হচ্ছেন- শংকর লাল দাস, জাকির মাহমুদ সেলিম, আতিকুল আলম সেহেল, বিলাস দাস, মনির হোসেন বাদল, জালাল আহমেদ, মশিউর রহমান বাবলু ও মোঃ মোখলেছুর রহমান। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত নতুন বাজার সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের এ নির্বাচনে ৩২জন ভোটার সদস্য রয়েছে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসন কর্তৃক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে ভোট গ্রহন করবেন। তাকে সহযোগিতা করবেন সদর উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments