এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানীর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল গত সোমবার (১৯ ডিসেম্বর) রাত্রি ২০.৩০ ঘটিকার সময় শাজাহানপুর থানার মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত ফটকি ব্রীজ হইতে অনুমান ১০০ গজ দক্ষিনে দুই ভাই হোটেলের সামনে বগুড়া টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের যাত্রী মাদক ব্যবসায়ী মোঃ আলম মিয়া (৩২) কে ৪৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সংক্রান্তে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী কে কোটে পূরণ করা হয়েছে ।