Friday, February 7, 2025
No menu items!
Google search engine
Homeদেশদশমিনায় বড় গোপালদী মাধ্যমিক স্কুলে ভুয়া ভোটার তালিকায় নির্বাচন করার অভিযোগ উঠেছে

দশমিনায় বড় গোপালদী মাধ্যমিক স্কুলে ভুয়া ভোটার তালিকায় নির্বাচন করার অভিযোগ উঠেছে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার অর্ন্তগত দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের  বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে ভুয়া ভোটার তালিকায় ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন করার এক অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক  ভোটার  মোঃ শাহিন কামাল (৮ম শ্রেনীর শিক্ষার্থী মদিনা আক্তার এর অভিভাবক) কর্তৃক  ভুয়া ভোটার তালিকার দ্বারা নির্বাচন বাতিল ও ভুয়াভোটার  তালিকা সংশোধন দাবী করে বিজ্ঞ পটুয়াখালী জেলা জজ আদালতে  দায়ের করেন (মিস আপিল নং  ৯৫/২০২২) তারিখ ২৪.১১.২০২২ যা চলমান আছে। এ মামলায় বিজ্ঞ জেলা আদালত বিবাদি দশমিনা উপজেলা নির্বাহী অফিসার, প্রধান শিক্ষক, সভাপতি ও প্রিজাইডিং অফিসারগনের প্রতি ৭ দিনের কর্মদিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছিলেন। বিবাদিগন ৪.১২.২২ ইং তারিখ নোটিশ গ্রহন করেন। এ ছাড়া পটুয়াখালী জেলা সরকারী কৌশলী  এম শাহাবুদ্দিন ১১০ স্মারক নম্বরে ১৫.১২.২০২২ইং তারিখে বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির ১৯.১২.২০২২ ইং তারিখের নির্বাচন অনুষ্ঠান করা সমাচিন হইবে না মর্মে আইনগত মতামত ব্যক্ত করেন। এ মতামত উপেক্ষা করে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার নির্বাচন করতে যাচ্ছেন বলে বিবাদী মোঃ শাহিন কামাল অভিযোগ করেন। এ ব্যাপারে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদ্বয়কে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলে রিটারনিং অফিসারের ফোন রিসিভ করেন উপজেলা অফিসের সিএ ফোন রিসিভ করে স্যার ব্যস্ত আছেন বলে জানান।  প্রিজাইডিং অফিসারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ভুয়া ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করায় অভিভাবকসহ এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments