Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
Homeদেশকলাপাড়ায় কৃষি বিভাগের উদ্যেগে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার...

কলাপাড়ায় কৃষি বিভাগের উদ্যেগে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার পেলো ৩৫০০ ক্ষুদ্র ও প্রাস্তিক কৃষক ॥

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ায় বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার পেলো ৩৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যেগে ২০২২-২৩ রবি মৌসুমে ধান ফসলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রোনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ। কৃষি বিভাগ সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উত্পাদন বাড়াতে ও মাঠ পর্যায়ে কৃষি ব্যবস্থাপনা জোরদার করতে সরকারের কৃষি প্রোনোদনার আওতায় ১৫০০ জন কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রী-৬৭, ব্রী-৯২, ব্রী-৭৪, ব্রী ৮৯ ও বীনা-১০ জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজিমিউরেট অব পটাশ (এমওপি) ও ১০ কেজি ডাই এমোনিয়াম ফসফেট (ড্যাপ) রাসায়নিক সার বিতরন করা হয়।  এছাড়া ২০০০ জন কৃষককে বিএডিসি’র হাইব্রীড জাতের এসএলএইট-এইচ জাতের ২ কেজি করে বিনামূল্যে বীজ বিতরন করা হয়।

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments