Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeদেশরাষ্ট্রীয় ক্ষমতায় খালেদা জিয়া আসছে এমন মন্তব্যে আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাষ্ট্রীয় ক্ষমতায় খালেদা জিয়া আসছে এমন মন্তব্যে আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এইচ.এম.রাসেল, আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চান সাবেক আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমান। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফকির সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) আমতলী উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিজয় দিবসের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের সময়ে সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় খালেদা জিয়া আসতেছে। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তাৎক্ষনিক প্রতিবাদ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানসহ উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকা অবস্থায় দলের গুরুত্বপূর্ণ পদে থেকে মেয়র মতিয়ার রহমান খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায়। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমি তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাধারণ সম্পাদক মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল গাজী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান ও হারুন মোল্লা। সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমানের এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক কি ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বরগুনা জেলা কমিটিকে অবহিত করবো। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন। এ বিষয়ে সাবেক আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন এমন কথা আমি বলিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments