Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeদেশঢাকার কেরাণীগঞ্জ এলাকায় আসিফ হত্যা মামলার পলাতাক আসামী সোহেল ও আরফান’কে গ্রেফতার...

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় আসিফ হত্যা মামলার পলাতাক আসামী সোহেল ও আরফান’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

স্টাফ রিপোর্টার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা  পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাড্যা এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ-১২/১২/২০২২, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড (আসিফ হত্যা) মামলার পলাতক আসামী ১। সোহেল @ বিকশো (৩০), ও ২। মোঃ আরফান (২৫)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments