আন্তর্জাতিক রিপোর্টার: আবু মোহাম্মদ ফয়সাল
আসন্ন নতুন বছরের শুরুতে ইউক্রেনে ব্যাপকভাবে হামলার জন্য পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার শীর্ষ এক কর্মকর্তা এই বিষয়ে সতর্ক করেছেন। পূর্ব ডনবাস, দক্ষিণাঞ্চল, এমনকি কিয়েভের দিকেও এসব হামলা হতে পারে বলে ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করেছেন। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, সফলভাবে স্থল অভিযানের ক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা কমে যাচ্ছে।সম্প্রতি যুক্তরাজ্যের সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন বলেছিলেন, এই যুদ্ধে মস্কোর জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। রুশ বাহিনী আর্টিলারি সংকটে ভুগছে।ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও নতুন করে হামলার পরিকল্পনা করছে। গত বছরের মতো ফেব্রুয়ারির দিকে ঝাঁপিয়ে পড়তে পারে। এই যুদ্ধে কীভাবে বিজয় অর্জন করা যায় তার নতুন উপায় খুঁজছে মস্কো। গত ৩ ডিসেম্বর দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ জেনারেল ভ্যালেরি জালুঝনি। বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া দুই লাখ সেনা প্রস্তুত করছে। এতে সন্দেহ নেই যে তারা আবারও কিয়েভে হামলা চালাবে।