Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশবুয়েট ছাত্র ফারদিন হত্যায় বুশরা জড়িত নন: ডিবি

বুয়েট ছাত্র ফারদিন হত্যায় বুশরা জড়িত নন: ডিবি

বিশেষ সংবাদদাতা :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা জড়িত নন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ। এর আগে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ফারদিনের সহপাঠীরা। আগে হত্যা বললেও এখন পুলিশ কেন ‘আত্মহত্যা’ বলছে, সেই প্রমাণ দেখতে তারা ডিবি কার্যালয়ে যান। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা অনেকটা সন্তুষ্ট’। আলামত দেখার পর তা ‘প্রাসঙ্গিক’ মনে হচ্ছে। তবে কিছু জায়গায় হয়ত গ্যাপ আছে।’ বুশরা কবে মুক্তি পেতে পারেন সে বিষয়ে জানতে চাইলে ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ‘সেদিন (৪ নভেম্বর) রাতে বুশরাকে নামিয়ে দেওয়ার পর ফারদিনের সঙ্গে বুশরার একবারই ম্যাসেজের মাধ্যমে কথা হয়েছিল। বুশরা জানতে চেয়েছিলেন, ফারদিন বাসায় পৌঁছেছেন কিনা। এর উত্তরে ফারদিন শুধু উত্তর দিয়েছিলেন ‘ইয়েস’।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বুশরার কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, এটা অভিযোগপত্রে উল্লেখ করব। এরপর বুশরাকে ছাড়া হবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত জানাবেন।’ গত ৪ নভেম্বর রাজধানীর রামপুরা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় যান বুয়েটছাত্র ফারদিন নূর পরশ। নিখোঁজের তিনদিন পর (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ফারদিনের মরদেহ উদ্ধারের পর তার বাবা রাজধানীর রামপুরা থানায় মামলা করলে ফারদিনের বান্ধবী বুশরাকে আটক করে পুলিশ। তাকে রিমান্ডেও নেওয়া হয়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments