Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
Homeদেশঢাকা-সিলেট মহাসড়কের করিডোর ডিএস-৬ এর নির্মাণ সড়ক উন্নয়নের কাজ পেয়েছে চীন...

ঢাকা-সিলেট মহাসড়কের করিডোর ডিএস-৬ এর নির্মাণ সড়ক উন্নয়নের কাজ পেয়েছে চীন ও বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান

আবুল কাশেম রুমন,সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের লট নং ডিএস-৬ এর নির্মাণ কাজ যৌথভাবে পেয়েছে চীন ও বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান। এতে সরকারের মোট খরচ হবে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান। তিনি বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃক ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের লট নং ডিএস-৬-এর নির্মাণ কাজ যৌথ ভাবে পেয়েছে চীনের সিএইচএসআইইটিসি, এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএল। এতে মোট খরচ হবে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা। তিনি জানান, সভায় ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪- লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-১০ প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২১১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮৫৩ টাকা, ডব্লিউপি-১১ প্যাকেজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৭৭৮ টাকা এবং ডব্লিউপি-১২ প্যাকেজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২২০ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments