এইচ.এম.রাসেল, আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ
বরগুনা আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ মসলিনা (তিনু) মুসুল্লির বিরুদ্ধে। কোন রকম অনুমতি ছাড়াই বিনা টেন্ডারে ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ টি মেহগোনী ও চাম্বোল গাছ কাটার অভিযোগ উঠেছে।গাছ কাটার বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ মসলিনা (তিনু) মুসুল্লি ভোরের ডাককে বলেন, বিদ্যালয়ে গাছ কাটার বিষয়েও কোনো অনুমতি লাগে তা আমার জানা নেই। তবে বিদ্যালয়ের মাঠে কোনো গাছ ছিলোনা আর গাছ কাটাও হয়নি। আমরাতো শুধুমাত্র বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করেছি। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে থাকা ১০ টি গাছের মধ্যে ০৯টি গাছ কাটা হয়েছে, সেগুলো গোপনে সরিয়েও ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়ের পাশে থাকা ৯টি মেহগোনী ও চাম্বোল গাছ কেটে নিয়ে গেছে সভাপতি ও প্রথান শিক্ষক। গাছগুলো বিদ্যালয়ের পক্ষ থেকে রোপণ করা হয়েছিল।গাছগুলো কাটার কারণে বিদ্যালয়ের পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের মাঠ পরিষ্কার করার জন্য কমিটির সদস্যদের নিয়ে মিটিং করে রেজুলেশন করে গাছগুলো কেটেছি। উর্ধতন কর্মকতারা এ বিষয়ে কিছুই জানেন না। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমার কিছুই জানা নাই। বিদ্যালয়ের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এস,এম সাদিক তানভীর বলেন, ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটা হয়েছে এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।