আন্তর্জাতিক প্রতিবেদক: আবু মোহাম্মদ ফয়সাল
জার্মান চ্যান্সেলর ওলাফ শলত্স বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিভিন্ন অংশ দখল নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া তিনি ইউক্রেনে তার নৃশংসতা থেকে সংযত নন। আজ রোববার গার্ডিয়ানের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার বার্লিনের কাছে পটসডামে ভোটারদের সঙ্গে এক বৈঠকে শলত্স বলেছেন, আমি যখনই পুতিনের সঙ্গে কথা বলি তিনি কিছু দখল নেওয়ার ব্যাপারে খুব স্পষ্ট করে বলেন। সংঘাতের মাধ্যেম তিনি ইউক্রেন ভূখণ্ডের কিছু অংশ নিয়ন্ত্রণে নিতে চান। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে যেকোনো পশ্চিমা নেতাদের চেয়ে পুতিনের সঙ্গে সরাসরি বেশিবার কথা বলেছেন ওলাফ শলত্স। গত ২ ডিসেম্বর সর্বশেষ এই দুই নেতা এক ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন। শলত্স আরও বলেছেন, ‘আমাদের বিরোধী মতামত আছে। কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি কারণ আমি সেই মুহূর্তটি ধরতে চাই যখন এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আমরা একে অপরের সঙ্গে কথা না বললে এটি ঘটতে পারে না,’