স্টাফ রিপোর্টার :
কাতার বিশ্বকাপের শুরুর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছেড়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগেই অবশ্য ম্যানইউ ও কোচকে নিয়ে বোমা ফাটিয়েছিলেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপ চলাকালীনই নতুন ক্লাবের সন্ধান পেলেন রোনালদো। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবর, সৌদির ক্লাব আল নাসেরে আগামী জানুয়ারি থেকে খেলবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। রোনালদোর সঙ্গে আল নাসেরের আড়াই বছরের চুক্তিটা হয়েছে। চুক্তি অনুযায়ী, সৌদির এ ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। মার্কা আরও জানায়, সোমবার চুক্তির বিষয়টিতে সম্মত হয়েছে দুপক্ষ।এর আগে ৩৭ বছর বয়সী সিআর সেভেনকে বড় অঙ্কে দলে ভেড়াতে আল-নাসেরের ব্যাপক আগ্রহ ছিল। জানা যায়, ২০০ মিলিয়নের এ চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন রোনালদো।