Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশফরিদপুর উপনির্বাচনে ভোটে কোনো ধরনের অনিয়ম না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান...

ফরিদপুর উপনির্বাচনে ভোটে কোনো ধরনের অনিয়ম না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

স্টাফ রিপোর্টার
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সেই সঙ্গে গাইবান্ধা অনিয়মের এক তৃতীয়াংশ তদন্ত প্রতিবেদন পেলেও পুরো প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত দিতে চান তিনি। শনিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের একথা বলেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের কাছে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অনিয়ম একেবারেই দেখছি না। খুবই শান্তিপূর্ণভাবে ফরিদপুর উপনির্বাচন হচ্ছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। কমিশন সভা নিয়ে ব্যস্ততা ছিল। আজকে বসে আমরা রিপোর্টগুলো দেখেছি। প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করছি না। আমরা বাকি ৯৪টি ভোটকেন্দ্রের পরিস্থিতিও পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। সিইসি বলেন, আমাদের তদন্ত কমিটি সিসি টিভি যে ফুটেজ রয়েছে তা দেখে একটা পর্যবেক্ষণ প্রতিবেদন আমাদের কাছে দেবে; এজন্যে এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। আগের কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট দিলে টোটাল গাইবান্ধার উপরে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারবো। শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, একটু অপেক্ষা করেন। ৭-১০ দিন সময় লাগবে। খন্ডিত প্রতিবেদন পেয়েছি, পুরোটার তদন্ত প্রতিবেদন দরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments